ফরিদপুরে আজ ১২ই নভেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশের মাঠে খোলা আকাশের নীচেই রাত্রিযাপন করেছে বিএনপির নেতাকর্মীরা।
গত ১০ই নভেম্বর রাতেই ফরিদপুর শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, পুরো মাঠে হোগলার চাটাই বিছানো। নেতাকর্মীরা কেউ শুয়ে আছেন, কেউ পায়চারী করছেন। স্কুলের ভবনগুলোও লোকে পরিপূর্ণ। শরতের শীত ও কুয়াশার মধ্যে প্রায় সকল নেতাকর্মীই শীতের পোশাক পরে আছে। অনেকেই কানে মাফলার পেঁচিয়ে আছে। যারা ঘুমাননি তারা একে অপরের সাথে কথা বলছেন। কেন্দ্রীয় নেতারাও মাঠে মাঠে রয়েছেন। তাদের অনুপ্রেরণায় চাঙ্গা হয়ে আছেন সমাবেশে আগতরা।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা বলেন, মাঠে আমাদের অনেক কাজ। এখানে আগত কারোরই চোখে ঘুম নেই। কেউ ঘুমাবেও না। সকলের দু’চোখেই সরকার হটানোর স্বপ্ন।
বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ থেকে নেতাকর্মীরা এসেছে। এখনও দলে দলে আসছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com