ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তার নাম ডাঃ জাকির হোসেন(২৯)। এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকির গত ১০ই নভেম্বর ভাঙ্গা থানায় একটি জিডি করেছেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৮ই নভেম্বর দুপুর ২টা পর্যন্ত ডাঃ জাকির হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগী দেখে স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন। এরপর থেকে তার কোনো খোঁজ নেই।
ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম চিকিৎসক জাকির হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়ে থানা জিডি হওয়ার কথা নিশ্চিত করে জানান, তারা বিষয়টি তদন্ত করছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com