রাজবাড়ীতে বন্যায় ১০কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি॥কৃষকদের সহায়তার জন্য বরাদ্দ মাত্র ২০ লক্ষ টাকা

রফিকুল ইসলাম || ২০২০-০৮-১৯ ১৪:৪৮:৪৬

image

রাজবাড়ী জেলায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে সৃষ্ট বন্যায় প্রায় ১০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সরকারীভাবে ২০ লক্ষ ৪৫ হাজার টাকা বরাদ্দ হয়েছে। তবে এখনো তা বিতরণ করা হয়নি।
  চলতি বছরের বন্যায় মরিচ, কলা, আখ, পাট, রোপা আমন ধান ও বীজতলা, শাক-সবজি প্রভৃতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া চরাঞ্চলের বাদম চাষীদেরও ব্যাপক বন্যায় ক্ষয়-ক্ষতি হয়েছে। 
  কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরকারী সহায়তা হিসেবে রাজবাড়ী জেলার ৬শত কৃষককে মাসকলাইয়ের ডালের বীজ ও সার এবং ২হাজার কৃষককে সবজির বীজ দেয়া হবে। এছাড়া কিছু এলাকায় মেশিন দিয়ে কৃষকের ধান কেটে দেয়া হবে। 
  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাস বলেন, বন্যায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির বিপরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য ২০ লক্ষ ৪৫ হাজার টাকা বরাদ্দ হয়েছে। আগামী মাস থেকে সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হবে। তবে বালিয়াকান্দি উপজেলাতে বন্যায় কৃষকের তেমন ক্ষয়ক্ষতি না হওয়ায় ওই উপজেলার কৃষকদের জন্য কোন বরাদ্দ দেয়া হয়নি। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com