যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান গত ১২ই নভেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আমন্ত্রিতদের স্বাগত জানিয়ে নবাগত রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের পরিচিতি তুলে ধরেন। শুভেচ্ছা বিনিময় সভায় ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার(প্রেস) মোঃ সাজ্জাদ হোসেন এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারী(প্রেস) নূর এলাহী মিনা বক্তব্য রাখেন। এ সময় কনস্যুলেটের কাউন্সিলর আয়শা হক, ফার্স্ট সেক্রেটারী ও দূতালয় প্রধান ইসরাত জাহান এবং ফার্স্ট সেক্রেটারী প্রসূন কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com