রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যৌনকর্মীদের নিয়ে কাজ করা স্থানীয় এনজিও মুক্তি মহিলা সমিতির এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ই নভেম্বর দুপুরে দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির কার্যালয়ের হলরুমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে সভায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা আক্তার, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি হাবিবুর রহমান, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির আলো প্রকল্পের কো-অর্ডিনেটর আঁখি আক্তার। সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com