রাজবাড়ী সদরের বানীবহ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম || ২০২২-১১-১৫ ১৩:৪৮:১৫

image

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ১৫ই নভেম্বর বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

  সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

  সম্মেলনের উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান। বানীবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাইয়ুম পারভেজের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন সিকদার, জাহাঙ্গীর জলিল, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তার, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইউনুছ আলী মোল্লা, রাজবাড়ী পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী সাফা, সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ হিরু ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজের মওলা নজু, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন শেখ, কৃষক লীগ নেতা ও বানীবহন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হক মন্ডল দারোগ আলী, সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মতিন মিয়া, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আজকের এই সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭৫ এর ১৫ই আগস্টের সকল শহীদ, জাতীয় ৪ নেতা, মহান মুক্তিযুদ্ধের শহীদ ও করোনাকালীন সময়ে যারা মারা গেছেন তাদের সবার রুহের মাগফেরাত কামনা করছি। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারীর নির্বাচন প্রতিরোধ করতে গিয়ে নিহত হওয়া বছির ও জামাল এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ ভাইকে স্মরণ করি। এই ইউনিয়নে আমাদের দলের আরও যারা সাম্প্রতিককালে মারা গেছেন তাদের সবার রুহের মাগফেরাত কামনা করছি। আমরা হত্যার রাজনীতি করি না। আওয়ামী লীগ হত্যার রাজনীতি বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে। কর্মী বান্ধব রাজনীতি করে। বিএনপি বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের নামে মিথ্যাচার ও বিভ্রান্তিকর কথা বলে জনগণকে ধোঁকা দিচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক ভালো চলছে। জনগণ ভালো আছে। বিএনপি-জামাতের সময় দেশে জঙ্গীবাদ ও মৌলবাদের সৃষ্টি হয়েছিল। সেটা শেখ হাসিনা শেষ করেছে। বঙ্গবন্ধুর খুনীদের বিচার হয়েছে। এখন শহরের লোকজন যে সুবিধা ভোগ করছে, গ্রামের মানুষও সেই একই সুবিধা ভোগ করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎসহ নানা ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। সেটা শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই হচ্ছে। আজ বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, অথচ গণতন্ত্রকে তারাই গলা টিপে হত্যা করেছিল। তাদের যেকোনো যড়যন্ত্র রুখে দিতে যুবলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com