রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির ভাতশালা দক্ষিণপাড়া জামে মসজিদে ২৪-২৫শে নভেম্বর দু’দিন ব্যাপী সুফিয়া রহমান হিফজুল কোরআন প্রতিযোগিতার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মরহুম শাহ লুৎফর রহমানের স্ত্রী রত্নগর্ভা মহীয়সী নারী মরহুমা সুফিয়া রহমানের স্মরণে তার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে লুৎফর রহমান ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৪শে নভেম্বর সকাল ৯টায় (প্রথমদিন) বাছাই পর্ব এবং ২৫শে নভেম্বর সকাল ৯টায় (দ্বিতীয় দিন) চূড়ান্ত পর্ব।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের যেসব শর্তাবলী অনুসরণ করতে হবে তা হলো- (১) শুধুমাত্র রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী, কুষ্টিয়া জেলার খোকসা এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার স্থায়ী বাসিন্দা কোরআনের হাফেজ ও উল্লেখিত উপজেলার মাদরাসাসমূহে অধ্যয়নরত হিফজ ছাত্রবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। (২) কোরআনের প্রথম ১৫ পারা হতে প্রশ্ন করা হবে। (৩) বয়স অনূর্ধ্ব ১৮ বছর হতে হবে। (৪) প্রতিযোগিকে অবশ্যই প্রার্থী ফরম পূরণ পূর্বক অধ্যয়নরত প্রতিষ্ঠানের প্রত্যয়ন সংযুক্ত করে নির্ধারিত ঠিকানায় ২২শে নভেম্বর ২০২২ তারিখের মধ্যে ফরম জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। (৫) একটি প্রতিষ্ঠান অথবা মাদরাসা থেকে সর্বোচ্চ ২জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে। (৬) বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। (৭) প্রতিযোগিতা শুরুর ৩০ মিনিট পূর্বে উপস্থিত হতে হবে। (৮) প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অবশ্যই উল্লেখিত শর্তগুলোর প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। কোনো শর্তই শিথিলযোগ্য নয়।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা। ৪র্থ-১০ম স্থান অধিকারকারীদের জন্য সান্তনা পুরস্কার রয়েছে।
প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক হলেন মরহুম শাহ লুৎফর রহমানের পুত্র মিজানুর রহমান মামুন। সমন্বয়কারী হিসেবে রয়েছেন মহিদুর রহমান হিরা। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে প্রান্তিক জনকল্যাণ সংস্থা।
প্রতিযোগিতার বিষয়ে ভাতশালা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ওমর ফারুক এবং লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামির হোসেনের সাথে যোগাযোগের জন্য বলা হয়েছে। লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামির হোসেন সুফিয়া রহমান হিফজুল কোরআন প্রতিযোগিতার কর্মসূচির বিষয়ে তথ্য নিশ্চিত করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com