পদ্মা নদীতে তীব্র স্রোতসহ বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল গতকাল ২০শে আগস্ট সকাল ৮টা থেকে বন্ধ রয়েছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে প্রচন্ড বাতাসের কারণে নদী উত্তাল হওয়ায় ঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি দৌলতদিয়া পয়েন্টে ৮ সেঃ মিঃ বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীতে তীব্র স্রোত রয়েছে। এর পাশাপাশি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে প্রচন্ড বাতাসের সাথে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নদী উত্তাল হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। লঞ্চ ঘাট দিয়ে নদী পাড়ি দিতে আসা যাত্রীদের বিকল্প পথে ফেরীতে নদী পাড়ি দিতে বলা হচ্ছে।
বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন জানান, বর্তমানে সমূদ্র বন্দরগুলোতে ৩ নম্বর বিপদ সংকেত চলছে। পদ্মা নদীও উত্তাল। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চে যাত্রী পারাপার বন্ধ থাকবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com