রাজবাড়ী জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেনের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা কৃষক লীগের আয়োজনে গতকাল ২১শে নভেম্বর দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খানের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসাবে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক হাসিবুল হক তুহিন, যুগ্ম-আহ্বায়ক ও মুন্সী আব্দুল নাদের হোসেনের ছেলে মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোকনুজ্জামান বকুল, বালিয়াকান্দি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, কালুখালী উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মিজানুর রহমান, রাজবাড়ী পৌর কৃষক লীগের আহ্বায়ক সহিদুল হক তিতু, গোয়ালন্দ পৌর কৃষক লীগের সদস্য সচিব লিটন আলী, জেলা কৃষক লীগের সদস্য উজ্জ্বল হোসেন, আলমগীর হোসেন ও মাছপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আনছার আলী প্রমুখ বক্তব্য রাখেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ইয়াকুব আলী।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন জেলা কৃষক লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় নিজ এলাকায় (পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে) সন্ত্রাসী গুলিতে নিহত হন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com