রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২০-০৮-২০ ১৫:১৭:০৩

image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে যশোর সেনানিবাসের উদ্যোগে গতকাল ২০শে আগস্ট রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় হাবাসপুর ইউপির চরঝিকড়ি বালিকা বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব-অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। 
  বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন। এ সময় সাধারণ স্বাস্থ্য পরীক্ষাসহ অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। এর পাশাপাশি বিনামূল্যে ওষুধ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, চশমা, সাবান ও ত্রাণ সামগ্রী বিতরণসহ স্বাস্থ্য বিধি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
  এছাড়াও করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, মাইকিংয়ের মাধ্যমে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে উৎসাহিতকরণ, ত্রাণ বিতরণের পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়ী বাঁধ মেরামতের কাজ এগিয়ে নেয়াসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com