গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সম্মেলনে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

মইনুল হক মৃধা || ২০২২-১১-২৪ ১৩:৪৬:২৫

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ২৪শে নভেম্বর সকালে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

  এতে প্রধান অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন। 

  উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু বককার খান। সম্মানিত বিশেষ অতিথি হিসাবে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আঃ ওয়াদুদ বক্তব্য রাখেন।

  প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। 

  গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আঃ মমিন শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডঃ শেখ জামাল হোসেন মুন্না, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, জনগণ বিএনপিরকে বিশ্বাস করে না বিধায় তারা নানা রকম মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাতে কোনো কাজ হবে না। তারা নাকি আগামী ১০ই ডিসেম্বর এক দফার আন্দোলন দিবে। কিন্তু তাদের ডাকে জনগণ সাড়া দিবে না। সরকার কৃষকদের পাশে রয়েছে। গোয়ালন্দ উপজেলার ১৫ হাজারের বেশী কৃষককে এ বছর কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। জেলার অন্যান্য উপজেলাতেও পর্যাপ্ত কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। আশা করি এই সম্মেলনের মধ্য দিয়ে কৃষক লীগ আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের ক্ষেত্রে ভূমিকা রাখবে। 

  নূরে আলম সিদ্দিকী হক বলেন, জননেত্রী শেখ হাসিনা সবসময় বাংলার মানুষের কথা চিন্তা করেন। কৃষকরা যাতে প্রতিটি ফসলের ন্যায্য মূল্য পায় সে ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। রাজবাড়ী-১ আসনের সুযোগ্য এমপি কাজী কেরামত আলী ও কাজী ইরাদত আলীর হাত দিয়ে রাজবাড়ীর অনেক উন্নয়ন হয়েছে। আরও অনেক উন্নয়ন হবে। 

  সম্মেলনে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, আবুল প্রামানিক ও আমজাদ হোসেনকে সহ-সভাপতি, শামীম মৃধাকে সাধারণ সম্পাদক, শাহিন খানকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মুরাদ হোসেন ও সাংবাদিক আবুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তারা আগামী এক মাসের মধ্যে আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com