দুবাই প্রবাসীর আল-ইমরান ফাউন্ডেশনের অর্থায়নে ফারুক হকের স্মরণে পুনরায় নির্মিত রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২১শে আগস্ট শুক্রবার দুপুরে আল ইমরান ফাউন্ডেশনের পরিচালক দুবাই প্রবাসী গোলাম হাসনাইন সোহেলের পক্ষে তার পিতা গোলাম কাদের আনুষ্ঠানিকভাবে মসজিদ কমিটির কাছে চাবি হস্তান্তরের পর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া-মোনাজাত শেষে সেখানে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়।
মসজিদের খতিব ও পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ আতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া শিকদার বাবলু, রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর শেখ তিতু, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, রাজবাড়ী কাপড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী গাজী শাফায়েত হোসেন সাচ্চু, মসজিদের ইমাম ক্বারী মঞ্জুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৯ সালে নির্মিত টিনের ছাদের মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়লে কিছুদিন পূর্বে দুবাই প্রবাসী গোলাম হাসনাইন সোহেলের আল-ইমরান ফাউন্ডেশনের অর্থায়নে সেটিকে পুরোপুরি ভেঙ্গে সেখানে ৩তলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা মসজিদটি পুনঃনির্মাণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com