কালুখালীতে দলীয় কার্যক্রম গতিশীল করতে বিএনপির মতবিনিময় সভা

ফজলুল হক || ২০২২-১১-২৬ ১৩:১৬:২২

image

দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে গতকাল ২৬শে নভেম্বর দুপুরে রতনদিয়া ইউনিয়নের রূপপুর কিং জুট মিলের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

  জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডঃ আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোসলেম উদ্দিন মিয়া, বিএনপি নেতা জিয়াউর রহমান জিরু, শাহাদাৎ হোসেন সাইফুল, আক্কাস আলী মোল্লা, জিল্লুর রহমান,  নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন জুলু, আশরাফুল আলম বাদশা খান, আসাদ বিশ্বাস, শাহজাহান বিশ্বাস, আলমগীর হোসেন ও আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। 

  সভাপতির বক্তব্যে এডঃ আব্দুর রাজ্জাক খান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে দলের সকল কর্মসূচীতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এখন সময় এসেছে, তাই থেমে থাকার কোনো সুযোগ নাই। গণআন্দোলনের মাধ্যমেই বর্তমানকে সরকারকে বিদায় করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com