এসএসসি পরীক্ষায় রাজবাড়ীর গার্লস ও জেলা স্কুলের শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত

আসাদুজ্জামান নুর || ২০২২-১১-২৮ ১৪:১৮:০৪

image

এসএসসি পরীক্ষায় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (গার্লস স্কুল) ও সরকারী উচ্চ বিদ্যালয় (জেলা স্কুল) এর শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত হয়েছে। 
   গতকাল ২৮শে নভেম্বর ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে তারা জেলার মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে। চলতি বছর রাজবাড়ী বালিকা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২৩৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ২৩৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 
   গড় পাসের হার ৯৮.৩৩%। জিপিএ-৫ পেয়েছে ১২৪ জন। অপরদিকে, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে জন ২১৯ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ২১৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার ৯৮.১৭%। জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন।
   উল্লেখ্য, চলতি বছর রাজবাড়ী জেলা থেকে মোট ১১ হাজার ৬৫ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ৯ হাজার ৬৭১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৭.৪০%। জিপিএ-৫ পেয়েছে ৯৪৬ জন।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com