প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের মামলায় গোয়ালন্দের এক যুবক গ্রেফতার

আবুল হোসেন || ২০২২-১১-২৮ ১৪:২১:২৩

image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় এস.এম রাব্বী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

   গত ২৭শে নভেম্বর তাকে ফরিদপুর থেকে গ্রেফতারের পর গতকাল ২৮শে নভেম্বর আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত রাব্বী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। 

   গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ২১শে জুন এনটিভি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে ‘আজ বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ নামক একটি সংবাদের পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর মন্তব্য করে। এ ঘটনায় থানার এসআই শাহিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-২৪, তারিখ-২৩/০৬/২০২২ ইং, ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯/৩১(২)। মামলার পর থেকে রাব্বী পলাতক ছিল।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com