রাজবাড়ীর খানখানাপুরে অন্নপূর্ণা পূজা ও রাধাকৃষ্ণের লীলা কীর্তন অনুষ্ঠিত

আশিকুর রহমান || ২০২২-১২-০২ ১৩:৪০:৩৩

image

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার সংলগ্ন মন্দিরে অন্নপূর্ণা পূজা ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

   গত ১লা ডিসেম্বর অন্নপূর্ণা পূজার পর গতকাল ২রা ডিসেম্বর সূর্যোদয় থেকে শুরু হয়ে আজ ৩রা ডিসেম্বর সূর্যোদয়ের আগ পর্যন্ত রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের পশ্চিমবঙ্গের কীর্তনীয়া শ্রীমতি কবিতা রাণী ঘোষ, শ্রী সুকুমার শাস্ত্রী ও বাংলাদেশের সাতক্ষীরার কুমারী আশালতা মন্ডল। হাজারও ভক্ত এই লীলা কীর্তন উপভোগ করেন। দুপুরে ভোগ আরতী কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সমাপ্ত হয়।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com