প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ

আসাদুজ্জামান নুর || ২০২২-১২-০৩ ১৪:৪১:০৩

image

৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
   জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে গতকাল ৩রা ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আবু কায়সার খান, অন্যান্য অতিথিদের মধ্যে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আব্দুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট নাসির উদ্দিন, প্রতিবন্ধী শিশু সামিউল হাসান সিয়াম ও তার পিতা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবুল হাশেম। 
   প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, একসময় ছিল যখন পরিবারে প্রতিবন্ধী সদস্য থাকলে সেটা লুকানোর চেষ্টা করা হতো।  কিন্তু এখন সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদেরকে দূরে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সুযোগ-সুবিধা পেলে প্রতিবন্ধীরাও দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। এখন তাদেরকে সুবর্ণ নাগরিক হিসেবে আখ্যায়িত করা হয়। প্রতিবন্ধীরা যে যেটা করতে আগ্রহী ও পারদর্শী তাদেরকে সেটাতেই কাজে লাগে হবে। বর্তমানে সরকার প্রতিবন্ধীদের বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধার ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিবন্ধীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা দেশ ও জাতির বোঝা না হয়ে অবদান রাখতে পারবে। তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পরিবারসহ সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।
   আলোচনা সভার শেষে জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রত্যয় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন ও দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হাঁড়ি ভাঙা খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com