দৌলতদিয়ায় পদ্মার চর থেকে অবৈধ মাটি-বালু উত্তোলন বন্ধ হচ্ছে না!

মইনুল হক মৃধা || ২০২২-১২-০৫ ১৩:০৬:০৩

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ফেরী ঘাট সংলগ্ন ছাত্তার মেম্বারের পাড়া ও চর কর্ণেশনসহ বিভিন্ন এলাকায় পদ্মা নদীর চর থেকে এস্কেভেটর(ভেকু) দিয়ে অবৈধ মাটি-বালু উত্তোলন অব্যাহত রয়েছে। 

  প্রকাশ্যে দিনে-রাতে এভাবে মাটি-বালু হরিলুটের মহোৎসব চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সর্বশেষ গত ১৫ই নভেম্বর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) চর কর্ণেশন এলাকায় অভিযান চালিয়ে এক অবৈধ মাটি-বালু উত্তোলনকারীকে ২০ হাজার টাকা জরিমানা করলেও তার কোনো প্রভাব পড়েনি। 

   স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করেই অবাধে এই অবৈধ মাটি-বালু উত্তোলন চলছে। তারা প্রভাবশালী হওয়ায় নদী পাড়ের বাসিন্দারা তাদের কাছে অসহায়। ভেকু দিয়ে প্রতিদিন শত শত ডাম্প ট্রাকে করে হয় মাটি-বালু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের বাড়ী-ঘর ও ফসলী জমি মারাত্মক হুমকির মুখে রয়েছে।

   এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, যারা অবৈধভাবে পদ্মার চর থেকে মাটি-বালু উত্তোলন করছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। গোয়ালন্দ ঘাট থানাকেও বিষয়টি বলা হয়েছে। অচিরেই অভিযান পরিচালনা করা হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com