পাংশার ২টি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২২-১২-০৬ ১৩:১৪:১৭

image

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু গতকাল ৬ই ডিসেম্বর পাংশা উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ইট পোড়ানোর ক্ষেত্রে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার এবং আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে এএমবি ব্রিকস এবং এএনবি ব্রিকস নামক ২টি ইটভাটাকে ১লক্ষ ২০হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজবাড়ী জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের একদল চৌকস সদস্য সার্বিক সহযোগিতা করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com