রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাটবাড়ীয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মীর আশরাফ শরীফ(৭০) আর নেই।
শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় গতকাল ৬ই ডিসেম্বর ভোর ৫টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল ৬ই ডিসেম্বর বিকালে(বাদ আসর) স্থানীয় আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের মাঠে জানাযার নামাজ শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পাটবাড়ীয়া কবরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজের পূর্বে উপজেলা প্রশাসন কর্তৃক মরদেহকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, কালুখালী থানার ওসি মোঃ নাজমুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোর্শেদুর রহমান বুলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com