রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও মামলার ওয়ারেন্টের ৭জন আসামী গ্রেফতার হয়েছে।
গত ৫ই ডিসেম্বর রাতে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শাহজাহান শেখের ছেলে সোহাগ শেখ, গোয়ালন্দ বাজার দাসপট্টি এলাকার আঃ মালেক শেখের ছেলে অহেদুল শেখ, উজানচর দেওয়ান পাড়া গ্রামের মৃত জয়দার খানের ছেলে নুর ইসলাম খান, দৌলতদিয়া পতিতাপল্লী এলাকার গিয়াস উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, কালাম শেখের মেয়ে পিংকি বেগম, উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়া গ্রামের ছানু বেপারীর ছেলে মামুন বেপারী ও কুমড়াকান্দি নিলু শেখের পাড়া গ্রামের খোরশেদ মৃধার ছেলে হানিফ মৃধা। তাদের মধ্যে সোহাগ শেখ ও হানিফ মৃধা সাজাপ্রাপ্ত এবং অন্যান্যরা ওয়ারেন্টের আসামী।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত আসামীদের গতকাল ৬ই ডিসেম্বর আদালতে সোপর্দ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com