পাংশায় ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ৫জন নেতাকর্মী গ্রেফতার

শামীম হোসেন || ২০২২-১২-০৮ ১৪:০২:৩৬

image

রাজবাড়ী জেলার পাংশায় যুবলীগ-ছাত্রলীগের মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপির ৫জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।

  গত ৭ই ডিসেম্বর রাতে পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে এনামুল হক সরদার(৩১), ধুলিয়াট গ্রামের হাজী মোকারম হোসেনের ছেলে আকরাম হোসেন সুমন(৪১), পুঁইজোর গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে তৌহিদুর রহমান মন্ডল(৩০), লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রব বিশ্বাসের ছেলে আব্দুল মতিন বিশ্বাস(৪৭) ও ডেমনামারা গ্রামের মৃত গহের মন্ডলের ছেলে মিজানুর রহমান চুন্নু (৪৩)। গতকাল ৮ই ডিসেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

  উল্লেখ্য, গত ৩রা ডিসেম্বর বিকালে পাংশার যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে যুবলীগের এক কর্মী বাদী হয়ে বিএনপির ১৩জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করে পেনাল কোড ও বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com