গোয়ালন্দে যুগান্তর স্বজন সমাবেশের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মইনুল হক মৃধা || ২০২২-১২-০৯ ১৩:৫৬:৫২

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে দৈনিক যুগান্তর পত্রিকার পাঠকদের সংগঠন ‘স্বজন সমাবেশ’-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  গত ৮ই ডিসেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ বাজারের রোকন উদ্দিন প্লাজার কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  যুগান্তর স্বজন সমাবেশের নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বজন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শাহ মোঃ শরীফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বজন সমাবেশের উপদেষ্টা মামুনুর রশীদ, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও স্বজন সমাবেশের উপদেষ্টা মোঃ সেলিম মুন্সী, পৌরসভার কাউন্সিলর ফজলুল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহেদা আক্তার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা কাউন্সিলর চম্পা আক্তার, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক খোকন শেখ, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পলাশ, উপজেলা হ্যাচারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, সাবেক সভাপতি আসজাদ হোসেন আজু শিকদার, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সোনালী ব্যাংকের গোয়ালন্দ শাখার ম্যানেজার আব্দুর রহিম ও আইএফআইসি ব্যাংকের গোয়ালন্দ শাখার ম্যানেজার ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ এবং সঞ্চালনা করেন স্বজন সমাবেশের শিক্ষা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাবু ও অর্থ সম্পাদক মুরাদ হোসেন। 

  অনুষ্ঠানে স্বজন সমাবেশের কার্য নির্বাহী কমিটির সদস্য সুশীল কুমার রায় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ন আহমেদ শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা নির্বাচিত হওয়ায় তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর স্বজন সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক ফকির পলাশ বাউল ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেনসহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com