দুই বছরের কম সময়ের মধ্যে করোনা ভাইরাস মহামারির অবসান হবে ঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক || ২০২০-০৮-২২ ১৫:৪৭:১৩

image

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস গত শুক্রবার বলেছেন, তিনি আশা করেন দুই বছরের কম সময়ের মধ্যে কোভিড-১৯ মহামারির অবসান হবে। 
  কোটি কোটি মানুষের প্রাণ হরণকারী স্প্যানিস ফ্লু মহামারি থামাতে দুই বছর লেগেছিল উল্লেখ করে জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আশা করছি ভ্যাকসিনের মতো ভাইরাস প্রতিরোধী উপকরণ পাবো, আমি মনে করি ১৯১৮ সালের ফ্লুর চেয়ে কম সময়ে আমরা এই মহামারি থেকে মুক্তি পাবো।”
  টেড্রর্স সতর্ক করে দিয়ে বলেন, “ভ্যাকসিন অথবা কার্যকর চিকিৎসা না পাওয়া পর্যন্ত দেশগুলোকে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে। তবে এ ক্ষেত্রে কোন নিশ্চয়তা নেই, এমনকি ভ্যাকসিন থাকলেও নয়, যতদিন না মহামারি নিজে থেকে শেষ না হয়ে যায়।”
  বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, বিশ্ব এখন অনেক বেশী আন্তঃসম্পর্কযুক্ত এ জন্য ১০০ বছর আগের তুলনায় করোনা ভাইরাস সহজেই ছড়িয়ে পড়তে পারে, এখন মানুষের সামনে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান মহামারি প্রতিরোধে কার্যকর সরঞ্জাম ও উপায় রয়েছে।
  এখন দেশগুলোর কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ এবং সংক্রমণ এড়ানোর জন্য তাদের দৈনন্দিন জীবনযাত্রায় সামঞ্জস্য করা উচিত। বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় ২ কোটি ২৮ লাখ ৪০ হাজার লোক আক্রান্ত হয়েছে এবং ৭ লাখ ৯৭ হাজার লোকের মৃত্যু হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com