গোয়ালন্দ উপজেলায় দুর্নীতি বিরোধী দিবস পালিত

মইনুল হক মৃধা || ২০২২-১২-১০ ১৩:০৯:৫০

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 

  এ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গত ৯ই ডিসেম্বর সকালে প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানে মানববন্ধন পালন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শাহ্ মোঃ শরীফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার ও সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com