“মর্যাদা, স্বাধীনতা এবং সবার জন্য ন্যায় বিচার”-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ১০ই ডিসেম্বর সকালে দৌলতদিয়ার মুক্তি মহিলা সমিতি (এমএমএস)-এর আয়োজনে র্যালী, আলোচনা সভা ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জন মেধাবী ছাত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মুক্তি মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com