রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গান্ধিমারায় হাইওয়ে পুলিশের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন

ওয়াজেদ আলী || ২০২২-১২-১১ ১৩:৩২:৪৬

image

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গান্ধিমারায় পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম আসাদুজ্জামানের উদ্যোগে গতকাল ১১ই নভেম্বর থানার সামনে মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

  পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদারীপুর  হাইওয়ে জোনের পুলিশ সুপার মোঃ মাহবুব আলমের নির্দেশে সড়কে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলো স্থাপনের ফলে অবৈধ চোরাচালানী এবং দুঃস্কৃতিকারীরা যাতে নির্বিঘ্নে পালিয়ে যেতে না পারে, আর পালানোর চেষ্টা করলেও গাড়ি শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে এ ক্যামেরা কাজ করবে।

  ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আরো জানান, আমরা আমাদের সীমারেখার মধ্যে পর্যায় ক্রমে আরো ৪/৫টি স্থানে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করবো। সিসি ক্যামেরা স্থাপনের কাজ করছে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকার রাইফ এন্টারপ্রাইজ। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com