পাংশায় মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রায় সার ব্যবহারের উপর কৃষক প্রশিক্ষণ

মোক্তার হোসেন || ২০২২-১২-১১ ১৩:৩৬:৫৩

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল ১১ই ডিসেম্বর মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রায় সার ব্যবহারের উপর ১দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

  কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ফরিদপুর আঞ্চলিক কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

  জানা যায়, গতকাল রবিবার ২৫জনের দু’টি ব্যাচের মোট ৫০ জন কৃষক মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রায় সার ব্যবহারের উপর কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

  প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোঃ মোতাসীম আহম্মেদ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আল-আমিন হোসেন বিষয়ভিত্তিক আলোচনা করেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময় ধরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com