পাংশায় মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনকারীর কারাদন্ড॥ভেকু জব্দ

স্টাফ রিপোর্টার || ২০২২-১২-১২ ১৫:০২:২৪

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে গতকাল ১২ই ডিসেম্বর বিকালে হাবাসপুর ইউনিয়নের বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
  এ সময় আবাসিক এলাকার ৫০০ মিটারের মধ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বিনা অনুমতিতে ভেকু দিয়ে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারায় শাহিনুর রহমান শাওন(২২) নামে এক ব্যক্তিকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি ভেকু জব্দ করা হয়। 
  সাজাপ্রাপ্ত শাহিনুর রহমান শাওন কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটোহরিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মোবাইল কোর্ট পরিচালনাকালে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা এবং পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com