কালুখালীতে বিভিন্ন আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফজলুল হক/মোখলেছুর রহমান || ২০২২-১২-১৪ ১৪:২০:০৬

image

রাজবাড়ী জেলার কালুখালীতে বিভিন্ন আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
  এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গতকাল ১৪ই ডিসেম্বর সকালে সোনাপুর বোয়ালিয়া মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরদার ও মৃগীর শহীদ মুক্তিযোদ্ধা দিয়ানত আলীর কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল খালেক মাস্টার, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com