পাংশায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শামীম হোসেন || ২০২২-১২-১৪ ১৪:২৭:৩৫

image

 রাজবাড়ী জেলার পাংশায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
  এ উপলক্ষ্যে গতকাল ১৪ই ডিসেম্বর সকালে হাবাসপুর বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ আরশাদ আলী সরদারের কবরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, পাংশা উপজেলা প্রশাসন ও পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা মডেল থানা, পাংশা সরকারী কলেজ, হাবাসপুর ইউনিয়ন পরিষদ, ড. মোতাহার হোসেন কলেজ ও হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান প্রমুখ বক্তব্য রাখেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com