মহান বিজয় দিবসে গোয়ালন্দে প্রতিবন্ধীদের প্রীতি ফুটবল ম্যাচ

মইনুল হক মৃধা || ২০২২-১২-১৭ ১৫:৩৫:৩৯

image

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রতিবন্ধীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

  উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গত ১৬ই ডিসেম্বর বিকালে উপজেলা কোর্ট চত্ত্বরে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধীরা ২টি দলে(লাল ও সবুজ) ভাগ হয়ে এতে অংশগ্রহণ করে। এর মধ্যে লাল দল ৩-২ গোলে সবুজ দলকে হারিয়ে বিজয়ী হয়। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলগুলোর খেলায়াড়দের সিরামিকের প্লেট উপহার দেয়া হয়। 

  এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাজ্জাদ হোসেন, মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ, সাধারণ সম্পাদক মুন্নাফ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com