গোয়ালন্দে বৈদ্যুতিক খুঁটি থেকে সৃষ্ট আগুনে ১২টি দোকান ঘর ক্ষতিগ্রস্ত

মইনুল হক মৃধা || ২০২২-১২-১৭ ১৫:৪৪:১৪

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বৈদ্যুতিক খুঁটি থেকে সৃষ্ট আগুনে ১২টি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

  গতকাল ১৭ই ডিসেম্বর দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ সংলগ্ন মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

  স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে হঠাৎ বিকট শব্দ পেয়ে দেখতে পান স্থানীয় ভিক্টর ফিডস সংলগ্ন রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় রাসেল শেখের খাবার হোটেল, আইয়ুব শেখের মুদী দোকান, রফিকুল ইসলামের বিকাশ-ফ্লেক্সি লোডের দোকান, সাহেব আলী শেখের মুদী দোকান, মজিবর শেখের টেইলার্সের দোকান, শফিক খাঁর সাইকেল মেরামতের দোকান, কাদের মোল্লার মুদী দোকান, শাহাদত শেখের মুদী খানা, আমিরুল ইসলামের ওষুধের দোকান, আব্দুর রাজ্জাকের বিকাশ-ফ্লেক্সিলোড, ইব্রাহিম শেখের সাইকেল বিক্রির দোকান ও উসমান গনি খাঁর চালের মিল ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী এবং উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। 

  গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব লিডার মোখলেছুর রহমান জানান, তারা জমিদার ব্রীজ এলাকায় আগুন লাগার খবর পেয়ে পেয়ে তাদের ২টি গাড়ী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। পার্শ্ববর্তী বৈদ্যুতিক খুঁটি থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com