গোয়ালন্দ মোড়ে যথাযথ মর্যাদায় ৫১তম মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার || ২০২২-১২-১৭ ১৫:৪৮:২১

image

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইনিয়নের গোয়ালন্দ মোড়ে যথাযথ মর্যাদায় গতকাল ১৬ই ডিসেম্বর ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

  এ উপলক্ষ্যে গোয়ালন্দ মোড়ে বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, রাজবাড়ী সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মল্লিক বাবু, সদর উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মোঃ ফিরোজ, আওয়ামী লীগ নেতা মোঃ শাহীন খান, আব্দুর রহমান খান মনো, শহীদ ওহাবপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম মেম্বর, গোয়ালন্দ মোড় এলাকার ৫নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান বাবু, ৩নং ওয়ার্ডের মেম্বর মোঃ আব্দুল মান্নান খান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com