কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল সাড়ে ৫ঘন্টা বন্ধ থাকার পর চালু

মইনুল হক মৃধা || ২০২২-১২-১৮ ১৪:২৭:৩৮

image

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল সাড়ে ৫ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।

  জানা গেছে, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে গতকাল ১৮ই ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ফেরী চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে কুয়াশা কেটে গেলে বেলা ১২টার দিকে পুনরায় ফেরী চলাচল চালু করা হয়। দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে অনেক যানবাহন আটকা পড়ে। 

  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাহ উদ্দিন জানান, ভোর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১২ পর্যন্ত সাড়ে ৫ ঘণ্টা ফেরী চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে এই নৌরুটে ১৩টি ফেরী চলাচল করছে।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com