পাংশায় গলি থেকে রাজপথ’ নাটক মঞ্চায়িত

মোক্তার হোসেন || ২০২২-১২-২১ ১৪:১৭:৫৮

image

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা মাঠে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন নাট্যালোক আয়োজিত ৫দিন ব্যাপী বার্ষিক নাট্যোৎসব জমে উঠেছে। 
  “আমরা লড়ছি অপসংস্কৃতি, অশ্লীলতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে” প্রতিপাদ্যকে সামনে রেখে নাট্যোৎসবে গতকাল ২১শে ডিসেম্বর তৃতীয় রজনীতে ‘গলি থেকে রাজপথ’ নাটক মঞ্চায়িত  হয়েছে। 
  জানা যায়, বিশিষ্ট নাট্য অভিনেতা ও পরিচালক লিটু করিম ও মকুল কুন্ডুর নির্দেশনায় ‘গলি থেকে রাজপথ’ নাটকে সঞ্জীব কুন্ডু, বিকাশ বসু, লিটু করিম, মকুল কুন্ডু, চৈতন্য বসাক, হিমাংশু কুন্ডু রকেট, আরিফ খান, দেবাশীষ কুন্ডু, শ্যামল শিকদার, খোন্দকার হাফিজুল ইসলাম, আশীষ শাহ, খোকন বিশ্বাস, আব্দুল ওয়াহাব, ফরিদ মন্ডল, আবু দাউদ, একেএম শরিফুল মোরশেদ রনজু, শীলা ভট্টাচার্য্য, লক্ষèী ভট্রাচার্য্য, বাসন্তি সাহা, ভারতি বিশ্বাস ও শিশু শিল্পী অহনা কুন্ডু অভিনয় করেন। বিপুল সংখ্যক নারী-পুরুষ শান্তিপূর্ণ পরিবেশে নাটক উপভোগ করেন।
  এরআগে গত ১৯শে ডিসেম্বর রাত ৯টায় উদ্বোধন শেষে ‘রক্তে কেনা স্বাধীনতা’ এবং ২০শে ডিসেম্বর রাতে দ্বিতীয় রজনীতে‘ সিঁদুর দিয়ে কিনলাম’ নাটক মঞ্চায়িত হয়।
  গতকাল বুধবার রাতে নাট্যোৎসবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার রিপন, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ খান সোহেল, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দেসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com