৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে দুই দিনব্যাপী ‘বিজ্ঞান মেলা’ শুরু হয়েছে।
গতকাল ২১শে ডিসেম্বর বেলা ১১টায় এই বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ও অন্যান্যদের মধ্যে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুদন সাহা প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে অতিথিগণ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
উল্লেখ্য, দুই দিনের এই বিজ্ঞান মেলা আজ ২২শে ডিসেম্বর সমাপ্ত হবে। মেলায় কলেজ ও মাধ্যমিক পর্যায়ের ২০টির মতো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্টল রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com