গোয়ালন্দে পদ্মার চর হতে অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারী

মইনুল হক মৃধা || ২০২২-১২-২১ ১৪:২৭:৪৪

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২১শে ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
  উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার এসআই মনির হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, কমিটির সদস্য নির্মল চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কমিটির অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
  সভায় পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন বন্ধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ব্যবস্থা গ্রহণ, ভেকু ও ড্রেজার দিয়ে ফসলী জমি ও পুকুর থেকে মাটি উত্তোলন বন্ধ, উন্মুক্তভাবে বালু-মাটি পরিবহন না করা, মাদক, চুরি, বাল্য বিবাহ, ফেরীতে জুয়ার আসর বন্ধসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বলেন, পুকুর চুরির চেয়ে আমরা মাছ চুরির বেশী গুরুত্ব দেই। যেখানে আগে ধরতে হবে পুকুর চোরকে। দৌলতদিয়া পোড়াভিটা ও যৌনপল্লীতে যেভাবে মাদক কেনাবেচা হয় এবং যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে আগে ধরতে হবে। অনেক সময় দেখি যারা মাদক সেবন করে শুধু তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে, কিন্তু যারা মাদক ব্যবসা করে তারা অনেক ক্ষেত্রেই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। প্রতিটি আইন-শৃঙ্খলা সভাতেই মাদকের স্বর্গরাজ্য খ্যাত পোড়াভিটা নিয়ে কথা হয়। সংশ্লিষ্টদের সাথে কথা বলে সেখানে শিক্ষা বা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, অথবা ভালো কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া নদী ভাঙ্গন ও সম্পদ রক্ষায় পদ্মার চর থেকে অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 
  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান বলেন, দৌলতদিয়া ইউনিয়নের পদ্মার পাড় কলাবাগান এলাকায় ভেকু দিয়ে মাটি কেটে রাতের আঁধারে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে এমন খবর শুনে আমরা কয়েকদিন আগে সেখানে অভিযানে গিয়েছিলাম কিন্তু কাউকে পাইনি। তারা খবর শুনে ভেকু ও ট্রাক রেখে পালিয়ে যায়। এরপর মহাসড়ক থেকে কয়েকটি মাটির ট্রাক জব্দ করে মামলার মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়েছে। কিন্তু তারা আইনের তোয়াক্কা না করেই আবারও রাতের আঁধারে মাটি বিক্রি শুরু করেছে। এছাড়া যারা পুকুর ও নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু-মাটি উত্তোলন করে বিক্রি করছে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com