রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। ভালো লাভ হওয়ায় কৃষকরা মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হচ্ছে।
দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়া এলাকার কৃষি উদ্যোক্তা হুমায়ন চলতি বছরে ৩৫ বিঘা জমিতে হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া চাষ করেছে।
তিনি জানান, জমি লীজসহ প্রতি বিঘা মিষ্টি কুমড়া চাষে তার ১৮-২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। বিক্রি করছেন ৫০-৬০ হাজার টাকা করে। এতে বিঘা প্রতি খরচ বাদে ৪০ হাজার টাকার মতো লাভ হবে। ব্যবসায়ীরা ক্ষেত থেকেই পাইকারী কিনে নিয়ে যাচ্ছে।
উজানচর ইউনিয়নের মজলিশপুর চরের কৃষক বারেক মৃধা বলেন, আমি এবার ১০ বিঘা জমিতে হাইব্রিড জাতের মিষ্টি কুমড়ার আবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। আশা করছি খরচ বাদে প্রতি বিঘা জমিতে ৩৫-৪০ হাজার করে লাভ হবে।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান বলেন, মিষ্টি কুমড়া চাষ অনেক লাভজনক। বাজারে দামও ভালো পাওয়া যায়। চলতি বছর এ উপজেলায় ২৮২ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করেছে কৃষকরা। গত বছর আবাদ হয়েছিল ২১৩ হেক্টর জমিতে। অনেক কৃষক এবার পেঁয়াজ-রসুনের আবাদ কম করে মিষ্টি কমুড়ার আবাদ বেশী করেছে। কারণ মিষ্টি কুমড়া আবাদে প্রতি বিঘায় ১৫-২০ হাজার টাকা খরচের বিপরীতে ৫০-৬০ হাজার টাকা বিক্রি করতে পারছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com