পাংশায় ডিবি’র অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার || ২০২২-১২-২২ ১৪:১৯:০২

image

রাজবাড়ী ডিবি’র অভিযানে পাংশা উপজেলার কাঁচারী মোড় এলাকা থেকে ৩ গ্রাম হেরোইন(পলিথিনের ছোট ছোট পুরিয়া করা) ও ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শরিফুল মন্ডল(২৮) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

  গত ২১শে ডিসেম্বর বিকালে এসআই মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

  গ্রেফতারকৃত শরিফুল মন্ডল পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলি গ্রামের কাশেম মন্ডলের ছেলে। 

  এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২২শে ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com