রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১২ বোতল ফেন্সিডিলসহ আজমুল হুদা শেখ(৩৪) নামে এক মাহেন্দ্র যাত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫শে ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আজমুল হুদা শেখ গোপালগঞ্জ জেলা সদরের আড়পাড়া গ্রামের মৃত আব্দুল হান্নান শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত মাহেন্দ্র যাত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৬শে ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com