রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রামনগরে গ্রীষ্মকালীন পেঁয়াজ (বারি পেঁয়াজ-৫) প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭শে ডিসেম্বর দুপুরে ফরিদপুরের এনজিও ‘সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)’-এর বাস্তবায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর অর্থায়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে এসডিসির পরিচালক (কার্যক্রম) খোন্দকার হামিদুল ইসলাম, ফরিদপুর মসলা গবেষণা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মুশফিকুর রহমান, এসডিসির প্রোগ্রাম ম্যানেজার লিয়াকতআলী, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলেটর আব্দুর রহমান, রাজু আহম্মেদ, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষী মানোয়ার মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com