পাংশায় পুলিশের অভিযানে দুই পলাতক আসামী গ্রেফতার

শামীম হোসেন || ২০২২-১২-২৮ ১৪:১১:২২

image

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে পলাতক ২ আসামী গ্রেফতার হয়েছে। 

   গত ২৭শে ডিসেম্বর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সাহাপাড়া মোড় এলাকার শুকুর সরদারের ছেলে শেখ সাদী সরদার (২৪) এবং মৌরাট ইউনিয়নের দড়ি চৌবাড়িয়া (মহিষভাঙ্গা) গ্রামের আকতার মন্ডলের ছেলে আতিয়ার মন্ডল (২৫)।
   পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে শেখ সাদী সরদার ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারার আসামী ও আতিয়ার মন্ডল জি.আর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ছিলেন। গতকাল ২৮শে ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com