র‌্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল প্রসাধনী পণ্যের কারবারীর জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২০-০৮-২৫ ১৫:৫৬:২৬

image

টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যাবের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল প্রসাধনী পণ্য উদ্ধার ও এর কারবারীকে জেল-জরিমানা করা হয়েছে। 
  গত ২৪শে আগস্ট দুপুরে র‌্যাব-১২ এর টাঙ্গাইল ক্যাম্পের একটি দলের সহযোগিতায় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে মির্জাপুর পৌরসভার বংশাই সেলোঘাট সংলগ্ন একটি বাড়ীতে অভিযান চালিয়ে হারপিক, মিঃ ব্রাসো, ভিকসোল, রক ইত্যাদি নামীয় ব্র্যান্ডের নকল ১ হাজার বোতল ফিনাইল, ১ হাজার বোতল টাইলস ক্লিনার, ৫০০ বোতল টয়লেট ক্লিনার, ২৫০ বোতল ফ্লোর ক্লিনার, ২৫০ বোতল গ্লাস ক্লিনার, ১ হাজার প্যাকেট পুটিং, ১০০০ প্যাকেট, ১ হাজার প্যাকেট ডিটারজেন্ট পাউডার, ৫০০ প্যাকেট পাইপ ক্লিনার, ৫০০ প্যাকেট ব্লিচিং পাউডার, ৫০০ বোতল পারফিউম ফিনাইল, ১০০০ মিঃ লিঃ এর ৫০০ বোতল ও ৫০০ মিঃ লিঃ এর ১০০ বোতল ড্রামপুট, ৪ ড্রাম কেমিক্যাল, ৫০০০ পিস খালি বোতল ও ১ লক্ষ পিস স্টিকার উদ্ধার এবং এর কারবারী তোফাজ্জেল হোসেন (৬০)কে সংশ্লিষ্ট আইনে ১ বছরের জেল ও ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
  র‌্যাব জানায়, মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন দীর্ঘ দিন ধরে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের বোতলে ও প্যাকেটে মানহীন নকল প্রসাধনী ভরে বাজারজাত করে আসছিল।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com