রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে গতকাল ২৮শে ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ও মিজানপুর ইউনিয়নের সূর্যনগর বাজারের ৩ মুদী দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় জৌকুড়া বাজারের জহির স্টোরের মালিককে ২ হাজার টাকা এবং সূর্যনগর বাজারের রুনি স্টোরের মালিককে ২ হাজার টাকা ও খন্দকার স্টোরের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। রাজবাড়ী সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com