বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে ২টি দোকান ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে।
গতকাল ২৯শে ডিসেম্বর ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে পাশাপাশি অবস্থিত শাহিন আলম ঠান্ডুর মুদী দোকান ও আশরাফুলের চুল-দাড়ি কাটার সেলুন পুরোপুরি পুড়ে যায়। খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারী সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com