পাংশার মৈশালা আদর্শ স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎস

মোক্তার হোসেন || ২০২৩-০১-০১ ১৩:৪৯:৩৪

image

 রাজবাড়ীর পাংশায় নবপ্রতিব ষ্ঠিত মৈশালা আদর্শ স্কুল এন্ড কলেজে গতকাল ১লা জানুয়ারী সকালে বই বিতরণ উৎসব হয়েছে।

মৈশালা আদর্শ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম আকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য মোঃ শওকত আলী সরদার, মোঃ নুরুল ইসলাম ও মোঃ আব্দুস সামাদ সরদার, পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইউসুফ হোসেন, পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাসান আলী, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, ধামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন মৈশালা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল আলম ও উপস্থাপনা করেন ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মৈশালা আদর্শ স্কুল এন্ড কলেজে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী নিয়োগ করা হয়েছে। এ প্রতিষ্ঠানটি গড়ার মধ্য দিয়ে অত্র এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মৈশালা আদর্শ স্কুল এন্ড কলেজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। 
অনুষ্ঠানের শুরুতে মৈশালা আদর্শ স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে ২০২২ সালে প্রতিষ্ঠিত মৈশালা আদর্শ স্কুল এন্ড কলেজের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম আকুল।
 অনুষ্ঠানে আব্দুল গাফ্ফার শেখ, ওহাব সরদার, আত্তাব বিশ্বাস, আব্দুল করিম, আব্দুল মতিন মোল্লা, আব্দুর রব বিশ্বাস, জয়দেব শিকদার, সঞ্জীব শিকদার, সঞ্জয় মজুমদার, দীনবন্ধু মজুমদার, মৈশালা আদর্শ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্র ছাত্রী ভর্তি ও পাঠদানের মধ্য দিয়ে মৈশালা আদর্শ স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু হলো।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com