গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২৩-০১-০১ ১৩:৫১:২৫

image

 রাজবাড়ীর গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

   গত ৩১শে ডিসেম্বর রাতে গোয়ালন্দের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাবের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ (সাগর+সেতু) জুটি ২-০ সেটে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশন (সজল+সুবান) জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী।
এসময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউল হাসান জিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রির পরিচালক সেলিম মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আসাদুল আলম সুজন এবং সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com