রাজবাড়ীর বালিয়াকান্দিতে যুবদের উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ১০ দিনব্যাপী কাপড়ে হ্যান্ড পেইন্টিং কর্মশালার সমাপনী এবং হ্যান্ড পেইন্টিং শাড়ী প্রদর্শনী হয়েছে।
গতকাল ২রা জানুয়ারী সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের আয়োজনে এবং ইউজিডিপি ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ও জাইকা প্রতিনিধি নাজিউর রহমানের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ফরিদ হোসেন বাবু মিয়া, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা পর্ব শেষে অতিথিগণ কর্মশালায় অংশগ্রহণকারী ১৫ জন যুব উদ্যোক্তার মধ্যে সনদ বিতরণ করেন। উল্লেখ্য, কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন চিত্র শিল্পী পিযুষ কান্তি সরকার।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com