দৌলতদিয়ায় খলিল গায়েন স্কুল এন্ড কলেজের উদ্বোধন

মইনুল হক মৃধা || ২০২৩-০১-০২ ১৩:৫৫:৫৭

image

 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় স্বল্প খরচে আধুনিক ও মানসম্মত শিক্ষা দেওয়ার প্রত্যয় নিয়ে ‘খলিল গায়েন স্কুল এন্ড কলেজ’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে।

   গত ১লা জানুয়ারী দুপুরে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
 দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, তথ্য বিষয়ক সম্পাদক ফকীর আব্দুস সাত্তার, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন প্রামানিক, সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা, ইউপি সদস্য আলমগীর হোসেন মন্ডল, সংরক্ষিত মহিলা ইউপি চম্পা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক ও খলিল গায়েন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা গায়েন জুয়েল রানা, প্রধান শিক্ষক আলাউদ্দিন আল আজাদসহ, অন্যান্য শিক্ষকগণ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিগণ প্রতিষ্ঠানের প্লে থেকে ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com